শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে এবার মঞ্চায়িত হতে যাচ্ছে সেলিনা হোসেনের বিখ্যাত নাটক নীল ময়ূরের যৌবন ।
বিশ^বিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটারের ১৭ তম প্রযোজনা হিসেবে এ নাটকের তৃতীয় প্রদর্শনী আগামী মঙ্গলবার ( ১৭ নভেম্বর) সন্ধ্যা ছয় টা থেকে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চস্থ হবে ।
এ নাটকে নির্দেশনা দিয়েছেন বিজিত চক্রবর্তী পলাশ এবং পুনঃ নির্দেশনা দিয়েছেন সুর্পণ্য মৌ।
এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটভিউ২৪ডটকম । সহযোগীতায় রয়েছে বৈতালিক ও বসুন্ধরা সিমেন্ট ।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সুর্পণ্য মৌ, আসাদুজ্জামান নয়ন, মুশফিক ভুঁইয়া, খন্দকার মাহমুদুল হাসান, জোহান জাকারিয়া, রনি তালুকদার, সানজিদা হাসান, নওশাবা মোহনা, জগদীপ দাশ তনু, জুই দাশ প্রমুখ ।
দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন বলেন,নাটকের মূল উপজীব্য হচ্ছে বাংলা ভাষার ক্রমবর্ধমান অগ্রগতি। সেই অতি প্রাচীনকাল থেকে যারা বাংলা ভাষাকে লালন করতেন কিংবা বাংলা ভাষাকে বিশে^র দরবারে তুলে দিয়েছেন তাদের বিভিন্ন দিক নানাবিধ ঘটনার মাধ্যমে উপস্থাপিত করা হবে ।
সাধারণ সম্পাদক মুশফিক ভুইয়া জানান , টিকেটের মূল্য ৩০ টাকা। ক্যাম্পাসের অর্জুনতলায় নিজস্ব বুথ থেকে এবং নাটক শুরুর পূর্বে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে নাটকের টিকেট সংগ্রহ করে যাবে ।