সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «   ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন  » «   শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক  » «   পদত্যাগ করার পর যে সব কথা বললেন নাহিদ  » «   জগন্নাথপুরে ভূমিখেকো আ. লীগের সাথে ছাত্রদল নেতা মিলিত হয়ে কৃষক পরিবারকে মারধর ও হয়রানি  » «  

জিম্বাবুয়ের নাটকীয় জয়ে টি-টোয়েন্টি ট্রফি ভাগাভাগি

21সিলেট পোস্ট রিপোর্ট :  অসাধারণ একটি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটিতে হারের তেতো স্বাদ পেল টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটে পরাজিত হয়েছে মাশরাফি বাহিনী। শেষ ওভারে নেভিল মাডজিভার ঝড়ো এক ইনিংসে তিন উইকেটের নাটকীয় জয় পেয়েছে চিগুম্বুরার দল।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে ১ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।
রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। চার বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা ইমরুল কায়েসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। তাদের ৩.৪ ওভার স্থায়ী ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে তামিমের বিদায়ে। নেভিল মাডজিভার বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে এল্টন চিগুম্বুরার ক্যাচে পরিণত হন তামিম। ১৫ বলে খেলা তার ২১ রানের ইনিংসটি গড়া দুটি ছক্কা ও একটি চারে।
পরের ওভারেই ফিরে যান ইমরুল। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন বাঁহাতি স্পিনার টেন্ডাই চিশোরো। তার বলে শন উইলিয়ামসের তালুবন্দি হন ইমরুল। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া গ্রায়েম ক্রেমার বোলিংয়ে এসেই সাফল্য পান। এই লেগ স্পিনারের বলে সুইপ করে সীমানায় উইলিয়ামসের হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম।
পঞ্চম উইকেটে এনামুল হকের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে ফিরে যান সাব্বির রহমান। ক্রেমারের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
দলের বিপদ বাড়িয়ে একই ওভারে ফিরে যান নাসির হোসেন ও মাহমুদউল্লাহ। টিনাশে পানিয়াঙ্গারার স্লোয়ার বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন নাসির। দুটি চার হাঁকানো মাহমুদউল্লাহ ফিরে যান লুক জংউইর অসাধারণ এক ক্যাচে পরিণত হয়ে।
আগের ম্যাচে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া মাশরাফি বিন মুর্তজা এবার ফিরেন শূন্য রানে। মাডজিভার বলে বোল্ড হয়ে যান বাংলাদেশের অধিনায়ক। জুবায়ের হোসেনের বদলে দলে ফেরা আরাফাত সানিও। প্রথম ম্যাচে রান আউট হওয়া এনামুল আবারও ফিরেছেন রান আউট হয়ে। চতুর্থ ওভারে ক্রিজে আসা এই ডানহাতি ব্যাটসম্যান শেষ ওভারে বিদায় নেওয়ার আগে করেন ৪৭ রান।
২০ রানে ৩ উইকটে নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার পানিয়াঙ্গারা। এছাড়া ক্রেমার ও মাডজিভা দুটি করে উইকেট নেন।
অন্যদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আল আমিন হোসেনের জোড়া আঘাতে কেঁপে ওঠে জিম্বাবুয়ে। সিকান্দার রাজাকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করার পর শন উইলিয়ামসকে বোল্ড করেন আল আমিন। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন ক্রেইগ আরভিন। বোলিংয়ে এসেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে সাব্বির রহমানকে ক্যাচ দিয় ফিরে গেছেন রেগিস চাকাভা।
রান আউট হয়ে ফিরে গেছেন ক্রেইগ আরভিন। লুক জংউই কাভারে ঢেলে দিয়েই একটি রান নিতে চেয়েছিলেন, রান নেওয়া সম্ভব নয় বুঝতে পেরে ফিরে যান তিনি। ততক্ষণে অনেক দূর এগিয়ে আসা আরভিন আর ফিরতে পারেননি। মাশরাফি বিন মুর্তজার থ্রো ধরে নাসির স্ট্যাম্প ভেঙে দেন।
জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে ফিরিয়েছেন আরাফাত সানি। তার বলে লং অফে মাহমুদউল্লাহর তালুবন্দি হন টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরা চিগুম্বুরা। শুরুতে জিম্বাবুয়েকে কাঁপিয়ে দেওয়া আল আমিন হোসেনই ভেঙেছেন জিম্বাবুয়ের প্রতিরোধ। লুক জংউইকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করে ৫৫ রানের জুটি ভেঙেছেন আল আমিন।
শেষ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। এ সময় বোলিংয়ে আসেন নাসির হোসেন। প্রথম বলেই তার বলে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ওয়ালার। কিন্তু এখানেই শেষ। এরপর বাকিটা শুধু নেভিল মাডজিভার। শেষ পাঁচ বলে দলের ১৮ রানের চাহিদা একাই মেটান তিনি। আর সেটাও ১ বল হাতে রেখে। ফলে জয় পায় জিম্বাবুয়ে।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.