সিলোটপোস্ট ডেস্ক : রূপচর্চার প্রাকৃতিক ভাবে উৎপাদিত বিভিন্ন ফলমুলের ব্যবহার আদিকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। আজ আমরা আলোচনা করব বার মাসী ফল কলা নিয়ে । কলা অত্যন্ত সহজলভ্য একটি ফল। কলার রয়েছে হরেক গুণ। আমরা রুপচর্চায় কিভাবে কলা ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করব।
আসুন ঝটপট ত্বকে ব্যবহারযোগ্য পাঁচটি প্যাকের কথা জেনে নিই—
শুকনো ত্বক : একটি পাকা কলার অর্ধেক চটকে নিন। তাতে মধু যোগ করুন। এরপর মুখে ও গলায় মাখুন। ২০-২৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
উজ্জ্বল ত্বক : চটকানো পাকা কলার সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখ ও গলায় ব্যবহার করুন। ২০ মিনিট পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ন্যাচারাল স্ক্রাব : চটকানো পাকা কলা ও চিনি মিশিয়ে চক্রাকারে মাখুন। ত্বকের আদ্রতা বাড়বে। দূর হবে মরা ত্বক।
ত্বকের বয়স কম দেখাতে : চটকানো এভাকোডা ও কলা মুখে ব্যবহার করুন। ২০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন।
ফোলা চোখ : চোখের চারপাশে ফোলা ভাব নিশ্চয় ভালো লাগে না। দ্রুত সমাধান হিসেবে কলা তো রয়েছেই। একটা কলার অর্ধেক চটকে নিন। চোখের চারপাশে ব্যবহার করুন। ঠাণ্ডা পানি দিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।