সিলেটপোস্ট ডেস্ক : উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরাও এখন থেকে থোক বরাদ্দ পাবেন। প্রতিবছর তিন কোটি টাকা করে তাদের এই বরাদ্দ দেয়া হবে। চলতি অর্থ বছর থেকেই এটা কার্যকর হতে পারে বলে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে।
স্থানীয় সরকার বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আগে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়নে কোনো থোক বরাদ্দ দেয়া হতো না। এখন থেকে তারাও অর্থ বরাদ্দ পাবেন। এই অর্থ দিয়ে সংসদ সদস্যরা নিজ এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।
সরকারের এই সিদ্ধান্তে খুশি সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। জানতে চাইলে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া বলেন, ‘নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়নে সরকার অর্থ বরাদ্দের যে সিদ্ধান্ত নিয়েছে তা সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ, সংসদ সদস্য হিসেবে আমাদেরও জনগনের কাছে কিছু দায়বদ্ধতা রয়েছে। এই বরাদ্দ পেলে নিজেদের এলাকার উন্নয়নে ভাল কাজ করা যাবে।’ তিনি এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানান।