শাবিতে দশদিনব্যাপী কিনের বইমেলা শুরু

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৫, ২:৪৯ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিনের আয়োজনে দশদিন ব্যপী বইমেলা শুরু হয়েছে ।বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলাতে আজ মঙ্গলবার থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা। তবে ছুটির দিনে সময় নির্ধারণ করা হয়েছে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।হৃদরোগে আক্রান্ত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসমিন আক্তার এর চিকিৎসা খরচের সহায়তা হিসেবে ‘কিন বই উৎসব’ নামে এই বইমেলার আয়োজন করেছে।সকাল সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের অজুর্নতলায় এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আমিনুল হক ভূইয়া।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লায়েড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, সহকারী প্রক্টর সামিউল ইসলাম, সহকারী প্রক্টর ওমর ফারুক ও প্রভাষক সরকার সোহেল রানা প্রমুখ । বইমেলায় অংশগ্রহনকারী প্রকাশনা গুলো হচ্ছে অন্যপ্রকাশ, অন্বেষা, তাম্রলিপি, ঐতিহ্য, সময়, সন্দেশ, প্রথমা, রোদেলা, কাকলী, আগামী, অনুপম, অনন্যা, শ্রাবণ, পার্ল, চৈতন্য।উল্লেখ্য ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’-এই শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই কিন কাজ করে যাচ্ছে সব শ্রেণীর মানুষের জন্য। এ সংগঠনটি বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি দরিদ্র ও প্রায় তিন শতাধিক সুবিধাসঞ্চিত শিশুকে কিন স্কুলের মাধ্যমে শিক্ষা দিচ্ছে।