সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ছিনতাইর শিকার হয়েছেন এক ব্যক্তি। আজাদ তাপাদার নামের ওই ব্যক্তির কাছ থেকে আইফোন ফোর এস মডেলের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ঝাপটা পার্টির সদস্যরা।মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে এ ঘটনা ঘটে।ছিনতাইর শিকার আজাদ তাপাদার ফেঞ্চুগঞ্জের তপাদার টিলার রমিজ উদ্দিন তপাদারের ছেলে।আজাদ তপাদার জানান- তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া খানবাড়িতে ভাড়া থাকতেন। শ্রীমঙ্গল থেকে তিনি ট্রেনে করে সিলেট ফিরেন।সিলেট রেলওয়ে স্টেশন থেকে রিকশাযোগে শিববাড়িস্থ বাসায় ফিরছিলেন। রিকশায় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।হুমায়ূন রশীদ চত্বরে আসার পর একটি পালসার মোটর সাইকেলে তিনজন যুবক এসে ঝাপটা মেরে তার হাত থেকে ফোন নিয়ে পালিয়ে যায়।ছিনতাইর ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান আজাদ তাপাদার।
সিলেটপোস্টরিপোর্ট/শেখ মোঃ লুৎফুর রহমান/১৮/১১/১৫