সিলেটপোস্ট রিপোর্ট : ইউএসএআইডি-ডিএফআইডির অর্থায়ন এনএইচএসডিপির সেবা নেটওয়ার্ক সীমান্তিক বাস্তবায়িত সূর্যের হাসি ক্লিনিক, দক্ষিণ সুরমা শাখায় বুধবার সীমান্তিকের এমআইএস অফিসার পলি বেগম পরিদর্শণ করেন। পরিদর্শণ কালে তিনি ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম দেখেন। পরিদর্শণ শেষে ক্লিনিকের সভাকক্ষে ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদের সভাপতিত্বে ও প্রশাসনিক সহকারী আলমগীর হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদ ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এমআইএস অফিসার পলি বেগম ক্লিনিকের সার্বিক কার্যক্রম দেখে সন্তুষ প্রকাশ করেন এবং বর্তমান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।