সিলেটপোস্টরিপোর্ট :সিলেটের ওসমানীনগরে কৃষি অধিদফতরের কোটি টাকার মূল্যের একটি পরিত্যক্ত বীজাগারের ভূমি দখল হয়ে গেছে। কৃষি বিভাগের রক্ষণাবেক্ষণে অনীহা ও সঠিক তদারকির অভাবে সরকারি এ সম্পদ প্রভাবশালীদের দখলে চলে গেছে। দীর্ঘদিন থেকে প্রভাবশালী এ চক্রটি বীজাগারের ভূমি দখল করে দোকান নির্মাণ করে দেদার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এক দখলদার দুটি দোকান ঘর নির্মাণ করে একটি অন্যজনের নিকট মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। সরকারি সম্পদ দখলের পর আবার চলছে বিকিকিনির কাজ। দীর্ঘদিন পর উপজেলা কৃষি অফিসের নজরে বিষয়টি এলে অবৈধ দখলদারদের সরকারি ভূমি ছেড়ে দেয়ার জন্য একাধিক নোটিশ প্রদান করা হলেও দখলদাররা কর্ণপাত করছে না।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা জানা যায়, ১৯৬২ সালে তৎকালীন কৃষি মন্ত্রণালয় ইউনিয়ন পর্যায়ে কৃষি উপকরণের সঠিক মান নিয়ন্ত্রণ ও সহজ প্রক্রিয়ায় কৃষকদের মাঝে উন্নত মানের বীজ, ইউরিয়াসহ বিভিন্ন উপকরণ কৃষকদের দ্বারপ্রান্তে সহজে সরবরাহ ও বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে এ বীজাগার নির্মাণ করে। উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে স্থানীয় শাহ নেছাওর আলীর দানকৃত আট শতক জমিতে ইউনিয়ন ব্লক সুপারভাইজারদের অফিস কাম বীজাগার ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে বেশ কিছু দিন পর্যন্ত বীজাগারটি কৃষি বিভাগ ব্যবহার করে। ১৯৮৫ সাল থেকে বীজাগারটি পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় কৃষি বিভাগের রক্ষণাবেক্ষণের অভাব, সীমানা প্রাচীর না থাকাসহ দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অযত্ন অবহেলা ও পরিত্যক্ত থাকার কারণে স্থানীয় প্রভাবশালীদের কুনজরে পড়ে বীজাগারের ভূমি ।সরেজমিন তাজপুর বাজারে গিয়ে দেখা যায়, বীজাগারের সামনের ২ থেকে ৩ শতক ভূমির ওপর উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের আখলু মিয়া একটি ও একই ইউপির খাশিপাড়া গ্রামের আছলম মিয়া দুটি দোকান ঘর নির্মাণ করে দখল করে আছেন। এর মধ্যে দখলদার আছলম মিয়া দুটি দোকানের মধ্যে একটি একই ইউপির মজলিসপুর গ্রামের তুরন মিয়ার নিকট বিক্রি করে দেন। দখলকৃত দোকানে আখলু মিয়া ও তুরন মিয়া নিজেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং আছলম মিয়া তার দোকান পাঁচপাড়া গ্রামের আনছার মিয়ার নিকট ভাড়া দিয়ে দিয়েছেন।বীজাগারের ভূমিতে অবৈধ দখলদার তুরন মিয়ার ছেলে এমরান মিয়া ও আখলু মিয়ার নাতি আলমগীর আহমদ সরকারি ভূমি দখলের কথা স্বীকার করে বলেন, যা হয়েছে তা তাদের অভিভাবকরা করেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।
সিলেটের ওসমানীনগরে কৃষি অধিদফতরের কোটি টাকার ভূমি দখল!
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৯, ২০১৫ | ১:১১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »