সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে সিলেটে ‘অঞ্চলভিত্তিক আবৃত্তি উৎসব ও কর্মশালা’ ২০১৫” আজ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হচ্ছে। সিলেট অঞ্চলের আবৃত্তি সংগঠনের অংশগ্রহণে এ আয়োজন শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর।এতে অংশগ্রহণ করছে সিলেট জেলার উর্বশী আবৃত্তি পরিষদ, মাভৈ: আবৃত্তি সংসদ, শ্রুতি সিলেট, মৃত্তিকায় মহাকাল, কথন আবৃত্তি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাহিত্য একাডেমী ও তিতাস আবৃত্তি সংগঠন এবং মৌলভীবাজার জেলার কণ্ঠধ্বণী আবৃত্তি চক্র, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ আবৃত্তি পরিষদ।আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন আবৃত্তি প্রশিক্ষক, নির্দেশক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর বরকত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাবিব, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো. ফয়সল মাহমুদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক রেজিনা ওয়ালী লিনা।কর্মশালার পাশাপাশি উৎসবে প্রতিদিন থাকছে একক ও দলীয় পরিবেশনা যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ।
সিলেটে ‘অঞ্চলভিত্তিক আবৃত্তি উৎসব ও কর্মশালা’ শুরু আজ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৯, ২০১৫ | ১:৩২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »