সিলেটপোস্টরিপোর্ট:তাহিরপুরে মাতালামির অপরাধে ৩ যুবককে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে তাহিরপুর থানার এসআই জালাল উদ্দিন, এএসআই ফরহাদ আলী ও এএসআই তপন চন্দ্র দাস পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত বসে ৩ যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে, উপজেলার লাকমা গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়ার পুত্র ওসমান ফারুক (৩৫), শিমুলতলা গ্রামের আল আমিনের পুত্র বাবুল মিয়া (২৪) ও ঘাগটিয়া গ্রামের ওহাব আলীর পুত্র সাহিবুর (৩৫)। এদের মধ্যে ওসমান ফারুককে ৬ মাসের, বাবুল মিয়াকে ১ মাসের ও সাহিবুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজাপ্রাপ্ত ৩ জনকে বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ তাহিরপুরে ৩ মাতালের কারাদন্ড
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৯, ২০১৫ | ২:৪২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »