সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর কুশিঘাট এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার কারণে তিন যুবককে আটক করেছে র্যাব। নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের উত্তর পার্শ্বের রাস্তা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে আটক করে র্যাব।আটককৃতরা হলেন শাহপরাণ থানা এলাকার মিরের চক গ্রামের মো. এরশাদ খানের পুত্র নবিবর রহমান খান মহিব ও মৃত জোনাব আলীর পুত্র মো. ফয়সাল আলম, তেররতন এলাকার সি ব্লকের মো. কানু মিয়ার ছেলে কায়েস আহমদ।আটককৃতদের শাহপরাণ থানায় জিডির মাধ্যমে কাছে হস্তান্তর করা হয়েছে।