সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ভুল চিকিৎসা শিশুর মৃত্যু-ষ্টাম্প করে সমাদান-ওমরের বাবার কথা

35সিলেটপোস্টরিপোর্ট:সদরের টুলটিকর ইউনিয়নের বালুচর নতুন বাজারে বি.বাড়িীয়া ফার্মেসির যার ভিজিটিং কার্ডে উল্লেখ করা আছে ডাঃ এস.এম.আছলাম ফার্মাশিষ্ঠ তার ভুল চিকিৎসার কারনে ৬ বৎসরের শিশু ওমর আলীর মারা যায়,এ গঠনা গত ২২ অক্টোবর বিকাল ৫ টার সময় বালুচর জুনাকিতে ঘটে। সরজমিনে গিয়ে জানা যায় মৃত ওমর আলীর বাবা মা এবং দাদী বক্তব্যে গত ১৩ নভেম্বর যে বক্তব্যে দিয়ে ছিলেন আজ তা নিরব,মৃত ওমরের কথা জানতে চাইলে তার মা বাবা কথা বলতে নাকুচ.অবশেষে তার পিতা ইছমাইল আলী বলেন এ বিষয় শেষ হয়ে গেছে,কি ভাবে জানতে চাইলে তিনি বলেন ডাঃ আছলাম আর ডাক্তারী করবেনা বলে ষ্টাম্পে দস্তগত করেছে দস্তগত করেছে উপস্হিত সালিশগনের কাছে সালিশে ছিলেন, বাজার কমিটির সভাপতি মাজহারুল.রিপন.আছলম.মস্তফা .রাজন মেম্বার সহ অন্যান্যরা.কিন্তু এ ব্যাপারে মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করলে মেম্বার বলেন এই সমাধানে আমি ছিলামননা।এদিকে বাজার কমিটির সভাপতি মাজহারুল তিনি ও বলেন এ ব্যাপারে কোনু শালিস হয়নি তবে সালিশ হতে পারে বলে তিনি আস্বাস দেন ।উল্লেখ্য গত ২৩ অক্টোবর রাতে ওমর এর জ্বর উটলে পর দিন দিনে তার জ্বর বেরে যায় তার অবস্তা অবনতি দেখে ওমরের মা বাবা ও সৎ মা ডাঃ আছলাম এর কাছে নিয়ে যান।ওমরের অবস্তা দেখে সে একটা ইনজেকশন পুস করে ওমরের কমরের পিছনে,ঐ ইনজেকশন পুস করার ২০ মিনিট পর থেকে ওমরের অবস্তার অবনতি বেরে যায় এ অবস্তা তার মা বাবা বুজতে পেয়ে তারা তাকে ওসমানি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওসমানি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওমরকে মৃত ঘোষনা দেন, ।অসহায় বাবা মা মৃত ওমরের লাশ নিয়ে তাদের বাসা সদরের বালুচর জুনাকীতে নিয়ে যায়.ছেলেকে দাফন কাপন করানোর মত টাকা ছিলনা তাদের কাছে পরে দার করে দাফন কাফন সম্পন্ন করেন.এ কথা গুলো কান্নাজড়িত কন্ঠে সিলেটপুস্ট এর নির্বাহী সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের সিলেট প্রতিনিধিকে কান্নাজঢ়িত ক›েঠ বলেন ওমরের মা বাবা সহ পরিবারের সবাই তারা আরো জানান দাফনের দার টাকা ৪/৫ দিন পর তাদের একটা গরু বিক্রি করে পরিশোদ করেন।এবং আরো বলেন বালুচর বাজার কমিটির কাছে বিচার পার্থী হলে তারা আজ কাল শেষ করে দিব বলে বিগত ২৩ দিন অতিবাহিত হয়।এমন কি বাজার কমিটি মৃত ওমরের মা বাবা অভিযোগ থানায় দিতে চাইলে সেটা ও করতে দেওয়া হয়নি।বাজার কমিটির সভাপতির সাতে মোবইল ফোনে আলাপ করতে চইলে সভাপতি ফোন দরেন্নি.স্তানীয় মেম্বার এর সাথে আলাপ করলে তিনি জানান ঘটনার দিন তিনি সুনামগনঞ্জ ছিলেন ঐ সংবাদ পেয়ে এসে তিনি দাফনের জন্য দুই হজার টাকা দার দেন আবার এ ও বলেছেন টাকা দুই হাজার মৃত ওমরের বাবা ৩/৪দিন পর পরিশোধ করেন,মেম্বার এর কাছে ডাক্তার আছলাম এত বড় একটা ঘঠনা গটালো আপনি কি উদ্দ্যোগ নিলেন জানতে চাইলে মেম্বার বাজার কমিটিকে দোষারুপ করলেন।এবং এ কথা তিনি বলেছেন মৃত ওমরের বাবা মাকে নিয়ে থানায় অভিযোগ দাখিল করবেন।কিন্তু ঐ ঘটনার পর থেকে ডাক্তার আছলাম এর চেম্বার বন্ধ.তার সাথে আলাফ করতে চাইলে সে তার মোবইল রিং হওয়ার সাথে সাথে মোবইল ফোন বন্ধ করে রাখে।শাহপরান থানার ওসি সিলেটপোস্টকে জানান এ ঘটনার কোনু অভিযোগ হয়নি অভিযোগ আসলে ব্যাবস্তা নিব।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.