সংবাদ শিরোনাম
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব’র সভাপতির মোবাইল চোরি :উদ্ধারে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন  » «   সিলেটেের আবাসিক হোটেলগুলোতে চলছে অসামাজিক কর্মকাণ্ড: আধ্যাত্মিক ও সামাজিক অবস্থারও অবনতি  » «   সিলেট নগরীতে ছিনতাই আতঙ্ক বাড়ছে, সর্বস্ব কেড়ে নিতে মরিয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা  » «   সিলেটে আট তরুণ-তরুণীকে আটক করে বিয়ে নিযে সোশ্যাল মিভিযায তোলপাড়  » «   রিজেন্ট পার্ক রিসোর্ট থেকে ১৬ তরুণ-তরুণীকে আটক করে বিয়ে দিয়েছে এলাকাবাসী  » «   খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না: মির্জা ফখরুল  » «   খাদিমপাড়া ইউনিয়নের সিরাজনগরে নিরাপদ পানি ব্যবস্থাপনা নেটওয়ার্কের উদ্বোধন  » «   সুনামগঞ্জের ধোপাজান নদীতে ৬টি বালুভর্তি নৌকা আটক  » «   ৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «  

ভুল চিকিৎসা শিশুর মৃত্যু-ষ্টাম্প করে সমাদান-ওমরের বাবার কথা

35সিলেটপোস্টরিপোর্ট:সদরের টুলটিকর ইউনিয়নের বালুচর নতুন বাজারে বি.বাড়িীয়া ফার্মেসির যার ভিজিটিং কার্ডে উল্লেখ করা আছে ডাঃ এস.এম.আছলাম ফার্মাশিষ্ঠ তার ভুল চিকিৎসার কারনে ৬ বৎসরের শিশু ওমর আলীর মারা যায়,এ গঠনা গত ২২ অক্টোবর বিকাল ৫ টার সময় বালুচর জুনাকিতে ঘটে। সরজমিনে গিয়ে জানা যায় মৃত ওমর আলীর বাবা মা এবং দাদী বক্তব্যে গত ১৩ নভেম্বর যে বক্তব্যে দিয়ে ছিলেন আজ তা নিরব,মৃত ওমরের কথা জানতে চাইলে তার মা বাবা কথা বলতে নাকুচ.অবশেষে তার পিতা ইছমাইল আলী বলেন এ বিষয় শেষ হয়ে গেছে,কি ভাবে জানতে চাইলে তিনি বলেন ডাঃ আছলাম আর ডাক্তারী করবেনা বলে ষ্টাম্পে দস্তগত করেছে দস্তগত করেছে উপস্হিত সালিশগনের কাছে সালিশে ছিলেন, বাজার কমিটির সভাপতি মাজহারুল.রিপন.আছলম.মস্তফা .রাজন মেম্বার সহ অন্যান্যরা.কিন্তু এ ব্যাপারে মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করলে মেম্বার বলেন এই সমাধানে আমি ছিলামননা।এদিকে বাজার কমিটির সভাপতি মাজহারুল তিনি ও বলেন এ ব্যাপারে কোনু শালিস হয়নি তবে সালিশ হতে পারে বলে তিনি আস্বাস দেন ।উল্লেখ্য গত ২৩ অক্টোবর রাতে ওমর এর জ্বর উটলে পর দিন দিনে তার জ্বর বেরে যায় তার অবস্তা অবনতি দেখে ওমরের মা বাবা ও সৎ মা ডাঃ আছলাম এর কাছে নিয়ে যান।ওমরের অবস্তা দেখে সে একটা ইনজেকশন পুস করে ওমরের কমরের পিছনে,ঐ ইনজেকশন পুস করার ২০ মিনিট পর থেকে ওমরের অবস্তার অবনতি বেরে যায় এ অবস্তা তার মা বাবা বুজতে পেয়ে তারা তাকে ওসমানি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওসমানি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওমরকে মৃত ঘোষনা দেন, ।অসহায় বাবা মা মৃত ওমরের লাশ নিয়ে তাদের বাসা সদরের বালুচর জুনাকীতে নিয়ে যায়.ছেলেকে দাফন কাপন করানোর মত টাকা ছিলনা তাদের কাছে পরে দার করে দাফন কাফন সম্পন্ন করেন.এ কথা গুলো কান্নাজড়িত কন্ঠে সিলেটপুস্ট এর নির্বাহী সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের সিলেট প্রতিনিধিকে কান্নাজঢ়িত ক›েঠ বলেন ওমরের মা বাবা সহ পরিবারের সবাই তারা আরো জানান দাফনের দার টাকা ৪/৫ দিন পর তাদের একটা গরু বিক্রি করে পরিশোদ করেন।এবং আরো বলেন বালুচর বাজার কমিটির কাছে বিচার পার্থী হলে তারা আজ কাল শেষ করে দিব বলে বিগত ২৩ দিন অতিবাহিত হয়।এমন কি বাজার কমিটি মৃত ওমরের মা বাবা অভিযোগ থানায় দিতে চাইলে সেটা ও করতে দেওয়া হয়নি।বাজার কমিটির সভাপতির সাতে মোবইল ফোনে আলাপ করতে চইলে সভাপতি ফোন দরেন্নি.স্তানীয় মেম্বার এর সাথে আলাপ করলে তিনি জানান ঘটনার দিন তিনি সুনামগনঞ্জ ছিলেন ঐ সংবাদ পেয়ে এসে তিনি দাফনের জন্য দুই হজার টাকা দার দেন আবার এ ও বলেছেন টাকা দুই হাজার মৃত ওমরের বাবা ৩/৪দিন পর পরিশোধ করেন,মেম্বার এর কাছে ডাক্তার আছলাম এত বড় একটা ঘঠনা গটালো আপনি কি উদ্দ্যোগ নিলেন জানতে চাইলে মেম্বার বাজার কমিটিকে দোষারুপ করলেন।এবং এ কথা তিনি বলেছেন মৃত ওমরের বাবা মাকে নিয়ে থানায় অভিযোগ দাখিল করবেন।কিন্তু ঐ ঘটনার পর থেকে ডাক্তার আছলাম এর চেম্বার বন্ধ.তার সাথে আলাফ করতে চাইলে সে তার মোবইল রিং হওয়ার সাথে সাথে মোবইল ফোন বন্ধ করে রাখে।শাহপরান থানার ওসি সিলেটপোস্টকে জানান এ ঘটনার কোনু অভিযোগ হয়নি অভিযোগ আসলে ব্যাবস্তা নিব।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.