সিলেটপোস্টরিপোর্ট:মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৮তম বার্ষিকী ও পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় এ জনসভা অনুষ্টিত হবে।জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।জনসভায় সভাপতিত্ব করবেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়।জনসভায় সফল করতে দলের নেতা-কমী-সমর্থকসহ সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কমরেড উজ্জ্বল রায়।