সিলেটপোস্টরিপোর্ট:মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দীন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের তরফ থেকে প্রাণভিক্ষার আবেদন করা হবে কিনা, সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি জানিয়েছেন, এক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেই অনুযায়ী সব কাজ এগিয়ে নেয়া হচ্ছে।১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে মত্যুদণ্ডপ্রাপ্ত এই দু’জন রায় পুর্নবিবেচনার যে আবেদন করেছিলেন, তা গত বুধবার আপীল বিভাগ নাকচ করে দেয়।গতকাল বিচারকরা এই রায়ের নথিতে স্বাক্ষর করেন। এরপর আন্তর্জাতিক অপরাধ আদালত হয়ে গতকালই ফাঁসির দণ্ডের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।গতকালই কারা কর্তৃপক্ষের তরফ থেকে দু’জনকে তাদের রায় পড়িয়ে শোনা হয়। এরপর তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তারা প্রাণভিক্ষা চাইবেন কীনা। তখন এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত জানাননি।একজন ঊর্ধ্বতন কারা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ আবারো কারা কর্তৃপক্ষের তরফ থেকে তাদের কাছে জানতে চাওয়া হবে তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা।এদিকে দণ্ডপ্রাপ্ত দু’জনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তাদের আইনজীবীরা আদালতে গিয়ে এদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। তবে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।আলী আহসান মুহাম্মদ মুজাহিদ হচ্ছেন জামায়াতে ইসলামীর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নেতা। তিনি দলের সেক্রেটারি জেনারেল। অন্যদিকে সালাউদ্দীন কাদের চৌধুরিও বিএনপির গুরুত্বপূর্ণ সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী।বৃহস্পতিবার এই দু’জনের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তাঁদের পরিবারের সদস্যরা।দুই পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাঁদের এই সাক্ষাতের ব্যবস্থা করে দেন।প্রথমে সকালে মিস্টার চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য কারাগারে যান।তবে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।ফাঁসির দণ্ড পাওয়া সালাউদ্দীন কাদের চৌধুরীকে বুধবার কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।এরপর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরাও তার সঙ্গে দেখা করতে যান।এই দু’টি রায় ঘোষণার আগে থেকেই ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ফেসবুক, ভাইবারসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ বন্ধ করে দিয়েছে সরকার।
প্রাণভিক্ষার আবেদনের অপেক্ষায় আছি: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ৬:১৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »