সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দাপট দেখা যাচ্ছে- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।পুলিশ বাহিনীর সদস্যরা নিজের পরিবার-পরিজনদের স্টেডিয়ামে বিনা টিকেটে প্রবেশ করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের বসাচ্ছে প্লাটিনাম ও গোল্ড চেয়ারে। যেখানে প্রবেশ মূল্য যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা।প্লাটিনাম ও গোল্ড টিকেটের অধিকাংশই ‘সৌজন্য টিকেট’। যে সকল বিশিষ্টজনেরা এ সব টিকিটে হাতে পেয়েছেন, তারা পছন্দের জায়গায় বসতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। এ সব আসনে বসে থাকা ব্যক্তিদের কাছে টিকেট দেখতে চাওয়া হলেও অনেকেই টিকেট দেখাতে পারেননি। তারা কীভাবে মাঠে প্রবেশ করে স্টেজের খুব কাছে গিয়ে বসলেন- সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি।বিকেল ৪টায় বিপিএলের উদ্বোধনী কনসার্ট শুরু করার কথা থাকলেও অনিবার্য কারণে শুরু হবে সন্ধ্যায়। স্টেডিয়ামের মিডিয়া ভবনের দোতলায় সাদিয়া জাহান মৌ ও তার নৃত্যদলকে প্রস্তুতি নিতে দেখা গেছে।অনুষ্ঠানস্থলে চিরকুট, এলআরবি (আইয়ুব বাচ্চু ও তার ব্যন্ড দল) কে দেখা গেছে। উদ্বোধনী কনসার্টটি উপস্থাপনা করবেন সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া।
উদ্বোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর ‘দাপট’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ৬:৪৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »