আখালিয়ায় হুইস্কিসহ আটক ১০

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৫, ৮:১২ অপরাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট : সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় দুই বোতল হুইস্কিসহ ১০ যুবককে আটক করেছে র্যাব। পরে তাদের নগরীর জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য জানান।
আটকেরা হলেন গৌতম রয় (২৫), পঙ্কজ ভট্টাচার্য ২৪), উজ্জ্বল বণিক (২৫), জয় দত্ত (২৬), সঞ্জয় কুমার দে (২৫), জনি পাল রাহুল (২৫), নারায়ণ আচার্য (২৫), অভিজিৎ চৌধুরী (২৬), সঞ্জয় দাস (২৪) ও বাবুল মিয়া (২২)। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে ।
সিলেটপোস্ট ২৪/ফয়ছল আহমদ/২০.১১.২০১৫