সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজার থেকে সিলেটের নারী চোর চক্রের সদস্য মালা আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর তাকে আটক করা হয়।মালা আক্তার দক্ষিণ সুরমার মোগলাবাজার কলারতলের মৃত আবদুল মালেকের মেয়ে। সে দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে চুরি-ছিনতাই করে আসছিল। তার নেতৃত্বে নারী চোরচক্রের একটি দল কাজ করছে বলে সূত্র জানিয়েছে।সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইসহ নানা রকম অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। আর ওই চক্রের নেত্রী হলেন মালা। শুক্রবার তিনি একটি টিম নিয়ে শাহজালাল মাজারে অবস্থান নেন।এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।মালাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন- কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ।
নগরী থেকে নারী চোর চক্রের সদস্য সেই মালা আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ১০:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »