সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় প্রথম সিলেট নগরীর জিন্দাবাজারে প্রীতিরাজ রেস্টুরেন্টের হলরুমে এ স্মরণসভার আয়োজন করে সুমন স্মৃতি সংসদ।এম.সি. কলেজ ছাত্রলীগ নেতা অসীম তালুকদারের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগ নেতা সজীব কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবির ইসলাম অভি এবং পবিত্র গীতা পাঠ করেন সঞ্জয় চক্রবর্তী।উক্ত শোক সভায় বক্তব্য রাখেন দিরাই শালা উন্নয়ন ফোরাম (দিশা)-র সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারন সম্পাদক (দিশা) হরিপদ দাস, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা মলয় সরকার, হীরা লাল দাস বাচ্চু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুবায়ের আহমেদ সুহেল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মোহাম্মদ সাগর, এম.সি কলেজ ছাত্রলীগ নেতা প্রমথ চন্দ্র তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা সুকান্ত হাজরা, সুজন চন্দ্র দাস, ইলিয়াস আহমদ পুনম, মোহন তালুকদার মুন্না (মহানগর ছাত্রলীগ), নিহারেন্দু তালুকদার নোবেল, স্বদেশ রায় ইমু, সন্দীপন সরকার (শালা উপজেলা ছাত্রলীগ), ঝুটন সরকার, পাবেল চৌধুরী, মান্না তালুকদার লিমন (সাধারন সম্পাদক দিরাই ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ), রাজিব সরকার, মেহেদী হাসান বিজয়, সুদীপ তালুকদার, স¤্রাট হাজরা, সীমান্ত দাস, উত্তম, ফাহিম, সানি, জয় সেন, সঞ্জয়, ঝলক, সব্যসাচি, পল, সাঈদী, রেজুয়ান, সলিল, আনিসুর, সৌমিত্র, সুমন, রতন, জুয়েল দাস, রিপন, বিভু, রাকু চৌধুরী, ফয়ছল, সৌরভ দাস, সুদীপ, সাজিদ আহমেদ, নাসির মিয়া প্রমুখ।নিহত সুমন দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হরিধন দাসের ছেলে।
শাবিতে বন্দুকযুদ্ধে নিহত ছাত্রলীগ নেতা সুমনের স্মরণসভা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ১১:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »