সিলেটপোস্ট রিপোর্ট :মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বড় একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাই এ ব্যাপারে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন তার বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বড় সিদ্ধান্ত বলতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি হুম্মাম কাদের।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে আসেন সাকা চৌধুরীর দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফাইয়াজ কাদের চৌধুরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন দুই আইনজীবী এডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী ও এডভোকেট জাকারিয়া ইসলাম। তবে কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাৎ করার অনুমতি দেয়নি।কারাফটকে হুম্মাম সাংবাদিকদের বলেন, “বাবা যেহেতু আজ বড় একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেহেতু তিনি চেয়েছিলেন তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে। গতকাল (বৃহস্পতিবার) দেখা করতে যাওয়ার সময় তিনি তার আইনজীবীদের সঙ্গে দেখা করার কথা আমাদের বলেন। আমরা বিষয়টি আইনজীবীদের জানাই। আইনজীবীদের জানানোর পর তারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার সঙ্গে সাক্ষাতের অনুমতির জন্য আবেদনের চেষ্টা করেন। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয়নি।”তিনি জানান, তারা আগামীকাল আবার কারাফটকে আসবেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে পরিবারের সদস্যদের শেষ দেখা করার অনুমতি চাইবেন বলেও জানান হুম্মাম কাদের।এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনগতভাবে ব্যক্তিগত আইনজীবীদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ এখন নেই।
বড় সিদ্ধান্ত নিতে বাবা কথা বলতে চাচ্ছেন: হাম্মাম শনিবারও সাক্ষাতের চেষ্টা করবেন সালাউদ্দিনের আইনজীবী ও ছেলেরা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ১১:১৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »