সিলেটপোস্ট ডেস্ক : সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সালাউদ্দিন কাদের ও মুজাহিদ প্রাণিভক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে আবেদন করেছেন।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী আলাদাভাবে রাষ্ট্রপতির কাছে তাদের প্রাণভিক্ষার আবেদন করেছেন।”
মন্ত্রী আরো জানান, প্রাণভিক্ষার এই আবেদন প্রথমে পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর সেখান থেকে আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে আবেদন দুটি। এরপর সেখান থেকে সবশেষে আবেদন যাবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি এই প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এর আগে শনিবার সকালে প্রাণভিক্ষার বিষয়ে কথা বলতে সচিবালয় থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই দুই ম্যাজিস্ট্রেট হলেন আশরাফুল ইসলাম ও তানভীর আহমেদ।
শুক্রবার দ্বিতীয় দফায় প্রাণভিক্ষার বিষয়ে সাকা চৌধুরী ও মুজাহিদের কাছে জানতে চাওয়া হলে তারা পরিবারের সদস্য ও তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন। তবে গতকাল সারাদিন অপেক্ষা করেও সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তাদের পরিবারের সদস্য কিংবা আইনজীবীরা। এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগে মৃত্যদণ্ডাদেশ বহাল রাখার রায় ঘোষণার পর ওই দুজনের আইনজীবী ও পরিবারের সদসস্যরা তাদের সঙ্গে দেখা করেন। সেদিনই রাতেই রায় পড়ে শোনানো হয় তাদের।
জামায়াতের বিবৃতি
এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান প্রাণভিক্ষার খবরটিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি। পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি প্রাণভিক্ষার বিষয়ে পরিবারের কাছে কোনো বক্তব্য দেননি।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, আইনজীবীরা মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কারা কর্তৃপক্ষ এখনো আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেননি।
প্রাণ ভিক্ষার খবর সঠিক নয় : দাবী দুই পরিবারের
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার যে খবর দিচ্ছে তা অবিশ্বাস্য বলে দাবী করছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই নেতার পরিবারের সদস্যরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় যে, সালাউদ্দীন কাদের চৌধুরী চৌধুরী ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন জানিয়েছেন।
কিন্তু মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর বলেছেন, প্রাণভিক্ষা চাওয়ার যে খবর আসছে সেটি সঠিক নয় বলে তারা মনে করেন। তিনি বলেন, তারা যখন তার বাবার সঙ্গে দেখা করেছেন তখন তিনি জানিয়েছিলেন যে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।
এদিকে সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীও এ খবরটিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, তারা আইনজীবীর মাধ্যমে দুদিন ধরে মি. চৌধুরীর সাথে দেখা করতে চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন।
সালাউদ্দীন কাদের চৌধুরী চৌধুরীর সঙ্গে দেখা করা গেলে এ বিষয়ক বিভ্রান্তি দূর হতো বলে তিনি উল্লেখ করেন।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২১.১১.২০১৫