সিলেটপোস্টরিপোর্ট:কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারিতে প্রতিপক্ষের হামলায় নিহত এম সি কলেজের মেধাবী ছাত্র শামীম আহমদ ছোটনের হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল রবিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা শাখার ও প্রগতি পথ শিশু কল্যাণ সোসোইটির যৌথ উদ্যোগে এবং এম সি কলেজসহ সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের ব্যানারে এ মানব বন্ধনের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ভোলাগঞ্জ কোয়ারিতে শাহাব উদ্দিন-আলিম উদ্দিন বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন এম সি কলেজের মেধাবী ছাত্র ছোটন। তার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গত কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন এলাকাবাসী ও তার সহপাঠীরা।
ছোটন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রবিবার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২১, ২০১৫ | ৮:১৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »