সিলেটপোস্টরিপোর্ট:বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতার প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে বঙ্গভবনের একটি ঘনিষ্ট সূত্র। এর মাধ্যমে দুপুর থেকে এই আবেদন নিয়ে গণমাধ্যমে টানটান উত্তেজনার অবসান ঘটলো রাত টায়।এর আগে আবেদন দুটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পাঠানো হয়।গুলশানে নিজ বাসভবনে আবেদন দুটি পাওয়ার পর নিজের মত দিয়ে আইনমন্ত্রী গণমাধ্যমে বলেন, ‘আমি আমরা মত দিয়েছি। এখন বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার।’এরপরই আবেদন দুটি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে নেয়া হয়। এসময় আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান এবং দীর্ঘ সময় অবস্থান করেন। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানা যায়।
আবেদন নাকচ করলেন রাষ্ট্রপতি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২১, ২০১৫ | ৯:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »