সিলেটপোস্টরিপোর্ট:স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে ‘সন্ধানী’ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট। রবিবার দুপুরে হাসপাতালের সেমিনার কক্ষে মোট ১০ জনকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এছাড়াও সিলেটের ৫টি সামাজিক সংগঠনকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে।সকাল ১১টা থেকে শুরু হওয়া স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগে. জেনারেল মো. আব্দুস ছবুর মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজ অধ্যক্ষ ও বিএমএ সিলেটের সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সন্ধানীর আজীবন সদস্য ডা. অছুল আহমেদ চৌধুরী, বিএমএ সিলেটের সভাপতি ডা. রুকন উদ্দিন আহমদ, ডা. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. মো. আব্দুছ ছালাম, রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. বদরুল ইসলাম, গাইনী বিভাগের প্রধান ডা. শামছুন্নাহার বেগম প্রমুখ।সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মুহাম্মদ শাহেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয়াংকা বিশ্বাস পিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির কার্যক্রম তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক নূরসাদ ইসলাম নওরীন।অনুষ্ঠানে বক্তবা বলেন, রক্তদানের মাঝেই সভ্যতা প্রকাশের পূর্ণ বিকাশ ঘটে। রক্তদাতাদের অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানানো যায় না। এ সম্মাননা কৃতজ্ঞতারই প্রকাশ।
স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা জানাল সিলেট ‘সন্ধানী’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৬:০৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »