সিলেটপোস্টরিপোর্ট:ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) বন্ধ করা ঠিক হবে না বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।দুদকের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সংসদে টিআইবি নিয়ে সমালোচনার বিষয়ে মো. বদিউজ্জামান বলেন, ‘টিআইবি নিয়ে সংসদ কি বলেছে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’ সংসদীয় কমিটির সুপারিশ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, টিআইবির কিছু কিছু কার্যক্রম আপত্তিকর। তবে তারা যেহেতু সারা পৃথিবীতে নানা ধরনের কার্যক্রম চালায়, সে জন্য টিআইবি বন্ধ করা মনে হয় ঠিক হবে না।’এরপর দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত ‘শপথ গ্রহণ ও আলোচনা সভায়’ সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘আমাদের কাজে সফলতার পাশাপাশি ব্যর্থতাও রয়েছে তা অস্বীকার করার উপায় নেই।’মাত্র তিন শতাধিক তদন্ত কর্মকর্তা দিয়ে দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয় উল্লেখ করে প্রশ্ন তোলেন, এত কমসংখ্যক কর্মকর্তা দিয়ে দুর্নীত প্রতিরোধ কীভাবে সম্ভব? দেশের মানুষ দিন শেষে দুদকের কাজের সফলতা জানতে চায় মন্তব্য করে মো. বদিউজ্জামান বলেন, অভিযোগের অনুসন্ধান, মামলার তদন্ত ও প্রসিকিউশনসহ সব ক্ষেত্রে নিখুঁতভাবে কার্যক্রম চালিয়ে সাজার হার বৃদ্ধি প্রয়াস নিতে হবে।
টিআইবি বন্ধ করা ঠিক হবে না: দুদক চেয়ারম্যান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৬:৩৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »