সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর ভার্থখলা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে র্যাব। রবিবার বেলা পৌনে ২টার দিকে মেজর এসএএম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে একটি অভিযানিক দল তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন নগরীর জালালাবাদ থানাধীন হাইদরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল ওরফে আইন উদ্দিন (২৮) ও শাহপরান থানাধীন খাদিমপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে আক্তার হোসেন (২৫)।জব্দকৃত সিএনজি অটোরিকশা ও আটককৃত দুইজনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।