সিলেটপোস্টরিপোর্ট:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিস অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।রবিবার দুপুরে ক্যাম্পাসের কনভোকেশন গ্রাউন্ডের পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় তিনি বলেন, ভবনটির নির্মানকার্য সম্পন্ন হলে এই অনুষদের একাডেমিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে মাইলফলক হিসেবে কাজ করবে। এসময় গ্রাউন্ড’র পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিস অনুষদের ডিন প্রফেসর ড. মিঠু সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়া, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল বাসেত, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মতিয়ার ররহমান হাওলাদার সহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিকৃবিতে অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৭:৪১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »