সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, একটি সংগঠন সমাজ পরিবর্তনের হাতিয়ার। এর মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে এবং আলোকিত সমাজ গঠনে, সমাজের বিভিন্ন অসংগতি দূরীকরণে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে- তরুণ ও যুব সমাজের বিশাল ভূমিকা রয়েছে। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এদেশের তরুণ ও যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের বিশাল অংশ তরুণ ও যুব সমাজ নানাবিধ নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের মুখোমুখি। মূল্যবোধের অবক্ষয়ের এই ক্রান্তিলগ্নে টুকেরবাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদ অন্ধকারে আলোর দিশারী হয়ে পথ দেখাবে।
তিনি শুক্রবার রাতে টুকেরবাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনাম হোসেন ও কোষাধ্যক্ষ রাসেল আহমদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম তারেক কালাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, নয়গ্রাম পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু ঈসা, সহ-সভাপতি হাজী মিসবাহ উদ্দিন, শিক্ষানুরাগী হাজী নজির হোসেন, সমাজসেবী ফজলুল করিম ফুল মিয়া, ইউপি মেম্বার গিয়াস উদ্দিন ও এনাম হোসেন, শিক্ষক আব্দুস শুকুর, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হোসেন, টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দীন, হাফিজ জুনাইদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মিল্লাত আহমদ চৌধুরী, মোয়াজ্জিন হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইঞ্জিনিয়ার জমসিদ মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাব উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী আবুল হোসেন, ফটো সাংবাদিক সোহেল আহমদ, জিয়া উদ্দিন, ইমাম উদ্দিন, হাজী আবদিন মিয়া, ডাঃ এ.এম শিহাব আহমদ, মাশুক মিয়া, জাবেদ আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহ-সম্পাদক সেবা সম্পাদক মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি আল আমীন, যুগ্ম সম্পাদক ফজল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া ও প্রচার সম্পাদক ফয়সল আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের ধর্ম সম্পাদক জিয়াউর রহমান।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২২.১১.২০১৫