সিলেটপোস্টরিপোর্ট:বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশে দল পুনঃগঠনের কাজ চলছে। এতে তৃনমুল পর্যায় থেকে নেতৃত্ব উঠে আসবে।আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেবে ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা। সম্মেলন করে কমিটি গঠনের মাধ্যমে ওয়ার্ড পর্যায় থেকে বিএনপিকে আরো শক্তিশালী করে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।তিনি বলেন, দল নির্বাচনে অংশ নিলে ছাতক পৌর সভায় মেয়র পদে দলীয় প্রার্থী দেয়া হবে। এ জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে শনিবার রাতে দলীয় কার্যালয়ে বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, জেলা বিএনপির সদস্য সামছুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির সদস্য এস এম লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, আব্দুল কাবির, আবুল হোসেন, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আবাব, মনির উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল কালাম, আলাউদ্দিন, আব্দাল মিয়া, কামরুল ইসলাম জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিল্লাহ, সহ-সভাপতি সুলেমান মিয়া, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সফি উদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক তারেক আহমদ, ফখরুল আলম, রাসেল মাহমুদ, কামাল উদ্দিন প্রমুখ।
দল নির্বাচনে অংশ নিলে ছাতক পৌরসভায় মেয়র পদে প্রার্থী দেবে বিএনপি —কলিম উদ্দিন মিলন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৩, ২০১৫ | ৭:৫২ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »