বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৫, ৮:৩৩ পূর্বাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :বরিশালে নব গঠিত কমিটিতে পদ নিয়ে সৃষ্ট ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হয়েছেন।মঙ্গলবার রাত ১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ছাত্রলীগকর্মীর নাম শুভ।তারা আরো জানান, এর আগে সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে নব গঠিত কমিটিতে পদ বঞ্চিতরা কমিটির সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরে রাত ১টার দিকে কমিটির সদস্যরা পদ বঞ্চিতদের উপর হামলা চালায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।