সিলেটপোস্ট রিপোর্ট :যৌতুকের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বুলবুল আহম্মেদ (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে চামচ দিয়ে তার স্ত্রীর ডান চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে।রোববার রাতে উপজেলার গাদুমিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জিন্নাত ফাতেমা রুনা (২৩) নামের ওই গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রুনা একই উপজেলার রান্দিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের মেয়ে। এ ঘটনায় রাতেই রুনার ভাই খলিলুর রহমান তার স্বামীসহ চারজনের নামে ভালুকা মডেল থানায় মামলা করেন।ওই গৃহবধূর স্বজন ও এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, চার বছর আগে উপজেলার গাদুমিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল আহম্মেদের সঙ্গে রুনার বিয়ে হয়। তাদের রামিম আহমেদ (৩) নামের এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্বামীসহ তার পরিবারের সদস্যরা রুনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।রোববার রাত সাড়ে ৯টার দিকে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন বুলবুল। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চামচ দিয়ে রুনার ডান চোখে আঘাত করেন তার স্বামী।খবর পেয়ে স্থানীয়রা রুনাকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর চোখ উৎপাটনের ঘটনায় মামলা দায়ের করার পর, রাতেই পাষণ্ড স্বামী বুলবুল আহম্মেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠান হয়।মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম।