সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটসহ সারাদেশের ২৩৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।এদিকে দেশব্যাপী অনুষ্ঠিতব্য ২৩৪টি পৌরসভার মধ্যে সিলেট বিভাগের ১৬টি পৌরসভা রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তালিকায় দেখা যায়, সিলেটের যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো তালিকার ১৮২ নং থেকে ১৯৭ নং-এর মধ্যে রয়েছে।তালিকায় দেখা যায়, সিলেট বিভাগের সিলেট জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার ছাতক, জগন্নাথপুর, সুনামগঞ্জ ও দিরাই পৌরসভা, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, হবিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং মৌলভীবাজারের কমলগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া ও বড়লেখা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।এসব এলাকায় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ইতোমধ্যেই মাঠ গরম করে তুলতে শুরু করেছেন।
সিলেটের যেসব পৌরসভায় নির্বাচন হবে ৩০ ডিসেম্বর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ১২:১৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »