সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট নগরীতে অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে এসএমপি’র ট্রাফিক পুলিশ। বুধবার নগরীর বিভিন্ন পয়েন্টে এ আভিযান চালানো হয়। এসময় তিনটি মাইক্রবাসের উপর মামলাসহ রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, নগরীর চৌহাট্টা থেকে রিকাবীবাজার ও চৌহাট্টা থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় এ অভিযান চালায় এসএমপির ট্রাফিক বিভাগ। সিলেট এসএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মুশফিকুর রহমানের নির্দেশে বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুুলিশ। অভিযানে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে তিনটি মাইক্রোবাসের উপর মামলা করা হয়। এসময় উপস্থিত ছিলেন টি আই (প্রশাসন) শহীদুল আলম, টিআই নজরুল ইসলাম, টি আই নাজমুল, টি আই বি আমীন, টি আই শরিফুল, টিআই সেলিম। পুলিশসূত্রে জানা গেছে, এরকম অভিযান প্রতিদিন সকাল বিকাল পরিচালনা করা হবে। এদিকে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে এরকম উছ্ছেদ পরিচালনা করায় মাইক্রোচালকরা হতাশা ও ক্ষোভ জানিয়েছেন। স্ট্যান্ডের সম্পাদক ওলিউর রহমান বলেন, এভাবে স্ট্যান্ড উচ্ছেদ করলে আমরা মারাত্মক সমস্যার মধ্যে পড়বো। আমাদের বিকল্প জায়গা নির্ধারণ না করে দিয়ে এভাবে উচ্ছেদ করলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে
সিলেট নগরীতে মাইক্রোবাসের উপর মামলা : অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ১১:২৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »