সিলেটপোস্ট রিপোর্ট :বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অলোক সেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সংখ্যালঘুদের স্বার্থ, অধিকার ও অস্তিত্ব রক্ষায় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে ভূমিকা পালনের কারণে দুষ্কৃতকারীরা অলোক সেনের উপর হামলা চালিয়েছে। নেতৃবৃন্দ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে নেতৃবৃন্দ দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।বিবৃতিদাতারা হলেন- সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য্য, মহানগর সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব প্রমুখ।
সিলেট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের নিন্দা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ১১:৩৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »