সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

ধর্মমন্ত্রীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা

11সিলেটপোস্ট রিপোর্ট :ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করছে।দলীয় সিনিয়র সহ-সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মতিন সরকারসহ প্রভাবশালী নেতাদের বাদ দিয়ে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এতে সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার ক্ষুব্ধ হন। বুধবার স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার অভিযোগ করে জানান, ‘জেলা আওয়ামী লীগের নামে ব্যক্তি ইচ্ছা পূরণের অপচেষ্টায় দলের মধ্যে জটিলতার সৃষ্টি করা হয়েছে। এই জটিলতা নিরসনে ক্ষুব্ধ সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানের প্রতি ইঙ্গিত করে মতিন সরকার বলেন, জেলা আওয়ামী লীগের কো-অপ্ট নিয়ে জটিলতার অবসান না হলেও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের সময় পদত্যাগকারী নেতাদের পুনরায় জেলা কমিটিতে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। নির্বাচনের মাধ্যমে গঠিত নান্দাইল উপজেলা কমিটিকেও ভেঙে দেয়া হয়েছে।বিবৃতিতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক অভিযোগ করেন, অবৈধ পন্থায় জেলা কমিটির শুন্য পদে গত বছরের নভেম্বরে কো-অপ্ট করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এ জটিলতা দূর না করে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা আহবান করা সম্ভব হচ্ছে না। অবৈধভাবে কো-অপ্ট করার বিষয়টি কেন্দ্রীয়ভাবে এখনো গৃহীত হয়নি উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচন করতে গিয়ে জেলা আওয়ামী লীগের যে সকল নেতারা পদত্যাগ করেছিলেন তাদের পুনরায় জেলা কমিটিতে ফিরিয়ে আনার কোন বিধান নেই। কিন্তু ব্যক্তি ইচ্ছায় সেটি করারও চেষ্টা চালানো হচ্ছে। এ কারণেই জেলা কমিটির সভা আহব্বান করা সম্ভব হয়নি। সম্প্রতি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন আহব্বায়ক কমিটি গঠনেরও কড়া সমালোচনা করেন তিনি। আব্দুল মতিন আরো বলেন, নান্দাইল উপজেলা কমিটি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি। এ কমিটি ভেঙে দেয়ার কোন এখতিয়ার জেলা কমিটির নেই। সংগঠন কোন ব্যক্তির নয়, সংগঠন অবশ্যই গঠনতন্ত্রের বিধি বিধান অনুযায়ীই চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.