সিলেটপোস্ট ডেস্ক :দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার রাত ৯ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সেলিমা রহমান, ওসমান ফারুক, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম এ কাইয়ুম, শামসুজ্জামান দুদু।চিকিৎসা ও ব্যক্তিগত কাজে লন্ডন সফর শেষে গত শনিবার খালেদা জিয়া ঢাকায় ফেরেন। ৭১ দিন পর মঙ্গলবার তিনি গুলশানে দলীয় কার্যালয়ে যান।
সর্বশেষ, গত ১৩ সেপ্টেম্বর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।