সিলেটপোস্ট রিপোর্ট :হবিগঞ্জ সদর উপজেলার উচাইল-অলিপুর সড়কে প্রাণ কোম্পানীর বাস উল্টে ৩০ জন মহিলা শ্রমিক আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ওই সড়কের কেশবপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহত শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো গতকাল সকালে কোম্পানীর বাস বিভিন্নস্থান থেকে মহিলা শ্রমিকদের নিয়ে কোম্পানীতে আসছিল। বাসটি উল্লেখিত স্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে যায়। এতে ৩০জন মহিলা শ্রমিক আহত হন।আহতদের মধ্যে সেফুল আক্তার (৩০), তাসলিমা আক্তার (৪০), হেপি আক্তার আখি (২০), সেবিকা (৩৫), নুরুনন্নেছা (৪০), শাবানা (৪০), রিপা আক্তার (২০), আনিতা (২৪), রোজিনা (১৫), রুবি আক্তার (২০), সীমা আক্তার (২০), চম্পা আক্তার (১৬), শাকিলা (২৮), আনিতা দাশ (১৬), জরিনা আক্তার (১৮), রিপা আক্তার (২০), রহিমা আক্তার (১৭), লাইজু আক্তার (২০), সাহেদা আক্তার (১৮), সুমি আক্তার (২০), রুমা আক্তার (২০), হেপি আক্তার (২২), ওয়াহিদা আক্তার (১৫) ও লক্ষ্মী রাণী দাশ (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার আত্মগোপন করেছে।
হবিগঞ্জ বাইপাস সড়কের উচাইলে প্রাণ কোম্পানীর বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৩০ মহিলা শ্রমিক আহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৬, ২০১৫ | ৯:২২ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »