সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «  

হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রীকে অপহরণের চেষ্টার সময় এক যুবককে গণধোলাই

5সিলেটপোস্ট রিপোর্ট :হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রী আসমা আক্তারকে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টা করা হয়েছে। এসময় ১ জনকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। গতকাল বুধবার আদালতে হাজিরা শেষে চুনারুঘাটে বাড়ি ফেরার পথে নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আসমা জানায়, তার বাড়ি চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামে। চুনারুঘাট উপজেলা সদরের হাতুন্ডা গ্রামের নিম্বর আলীর পুত্র তার রাজমিস্ত্রি রমজান আলী তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করে। বিয়ের পর থেকে তাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। সম্প্রতি রমজান আলী কৌশলে তাকে সাতছড়িতে নিয়ে যায়। সেখানে রমজান আলী ও তার কতিপয় বন্ধু হত্যার উদ্দেশ্যে আসমার উপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়। দীর্ঘদিন সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এব্যাপারে তার ভাই বাদি হয়ে চুনারুঘাট থানায় রমজান আলীসহ ৩ থেকে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় সে গতকাল আদালতে হাজিরা দিলে রমজান আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। এ খবর শুনে রমজান আলী ক্ষিপ্ত হয়ে উঠে এবং রাস্তায় ওৎপেতে থাকে। এদিকে মামলা কার্যক্রম শেষে আসমা তার ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল। সন্ধ্যায় পঙ্গু অবস্থায় আসমা ও তার ভাই উল্লেখিত স্থানে পৌছুলে রমজান আলী ও তার বন্ধুরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রমজান আলীকে আটক করে গণধোলাই দিয়ে একটি ঘরে আটকে রাখে। এসময় তার সাথে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। পরে চুনারুঘাট থানায় খবর দিলে এসআই হারুন আল রশিদ ঘটনাস্থলে আসার আগেই রমজান আলী কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে এ মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন আল রশিদ জানান, অচিরেই রমজান আলী ধরা পড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.