সিলেটপোস্ট রিপোর্ট :নবীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল মিয়া (৪০) কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। নিহত ইকবাল মিয়া উপজেলার নহরপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল মিয়া ও তার আপন চাচা বজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানের খড় শুকানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে পিকল ও শাবলের আঘাতে গুরুতর আহত হন ইকবাল মিয়া ও তার ভাই দিলাউর মিয়া এবং সুরাইয়া বেগম। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবাল মিয়াকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় দিলাউর মিয়া ও সুরাইয়া বেগমকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ইকবাল মিয়া নবীগঞ্জ পৌর ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ছিলেন। অপর একটি সূত্রে জানা গেছে সম্প্রতি নবীগঞ্জে সিএনজি চালক বেলাল হত্যা মামলার আসামী ছিল নিহত ইকবাল। গত সোমবার তিনি বেলাল হত্যা মামলায় জামিন পেয়ে বাড়িতে যান। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।