সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট নগরীর কুয়ারপার হতে লালাদিঘিরপার পর্যন্ত আরসিসি ঢালাই কাজের উদ্বোধন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।
এ সময় উপস্থিত ছিলেন সিটি মহিলা কাউন্সিলর আমেনা বেগম রুমি, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপ-সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, সজল কান্তি দে, লিটন আহমদ, মোঃ আব্দুল হোসেন, আব্দুর রহমান আব্দুল, ইব্রাহীম আলী, লিয়াকত ইসলাম লিমন প্রমুখ।
উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, বর্তমান সরকার উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় রাস্তা, ড্রেন ও কালর্ভাটের কাজ হচ্ছে। রাস্তা নির্মাণের আগে এই রাস্তা দিয়ে ওয়ার্ডবাসীকে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে, সেই দুর্ভোগের কথা চিন্তা করে সিলেট সিটি কর্পোরেশন রাস্তাটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। কাজ শেষ হলে অত্র এলাকার মানুষের যাতায়াতে আর কোন কষ্ট হবে না।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৭.১১.২০১৫