সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বিএনপি’র নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়ারানী করে আসছে। হামলা, মামলা আর নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যাবে না। জিয়ার সৈনিকরা কখনো হারতে জানে না। জুলুম নির্যাতন করে কখনো সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আজ মিথ্যাকে পেছনে ফেলে সত্যের বিজয় হয়েছে।
তিনি বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ এবং ছাত্রদল নেতা লিটন আহমদ এর কারামুক্তির পর সিলেট কেন্দ্রীয় কারাগার ফটকে মুক্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির নেতা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতা হাজী আসাদ উদ্দিন, জেলা যুবদেলর প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ও বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদেলর সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আমিনুর রহমান সিফতা, আলী আহমদ, মহানগর ছাত্রদল নেতা আলী আকবর রাজন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা মমতাজ আলী ঠাকুর মিয়া, গিয়াস উদ্দিন, আরমান আলী, আজমল খান, কয়েছ মিয়া প্রমুখ।
কারামুক্তির পর ছাত্রদল নেতা লোকমান আহমদ ও লিটন আহমদকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৭.১১.২০১৫