সিলেটপোস্ট রিপোর্ট :বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে শনিবার বিকাল ৩টায় দলের ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৮তম বার্ষিকীর জনসভা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে করার অনুমতি দিয়েছে মহানগর পুলিশ।শুক্রবার রাত ৮টার দিকে প্রশাসনের পক্ষ থেকে এই অনুমতি প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ,বাসদ -সিপিবি জোটের কেন্দ্রীয় নেতা কমরেড খালেকুজ্জামান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। কমরেড আবু জাফর শনিবার বিকাল ৩টার বাসদের কোর্ট পয়েন্টের জনসভা সফল করার জন্য দলের সকল নেতাকর্মী, প্রগতিশীল রাজনৈতিক দল, সাংবাদিক, প্রশাসনসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
অবশেষে কোর্ট পয়েন্টে জনসভার অনুমতি পেল বাসদ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৭, ২০১৫ | ১০:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »