সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «   জৈন্তাপুর মডেল থানা কর্তৃক ১৪৮ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার”  » «   উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় জাকের পার্টি জনগনের পাশেই আছে-মহাসচিব  » «   কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা  » «   জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্ধ  » «   সিকৃবি’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবকে শোকজ  » «  

ফেইসবুক বন্ধ,কেমন দেখছেন সাধারণ মানুষ?

সলমান আহমদ চৌfacebook_lockdown-1091333-100005633-largeধুরী রিপোর্ট : উল্লেক্ষ্য যে গত১৮ই নভেম্বর যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড রিভিউয়ের আবেদন খারিজের দুই ঘণ্টা পর বুধবার দুপুরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

তার আগে ফেইসবুকসহ ইন্টারনেটে যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপ বন্ধ হয়ে যায়।

সেই দিন বিকেলে যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই এগুলো বন্ধ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেহ বলেছিলেন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জঙ্গিরা কার্যক্রম চালাচ্ছে তা নিয়ন্ত্রণে ইন্টারনেটে কড়াকড়ি আরোপের কথাও বলেছিলেন তিনি।

চল্লচিত্র নির্মাতা মাজহার মুন্না বলেন,মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের কারণে আজ সকলকে এর দূর্ভোগ পোহাতে হচ্ছে।সরকার যদি মনে করে ফেইসবুককে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা দেশে অশান্তি সৃষ্টি করছে তাহলে যারা এই ধরণের কর্মকান্ডে জড়িত আছে তাদেরকে প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে নজরদাড়িতে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যত দ্রুত সম্ভব ফেইসবুক সহ সামাজিক যোগাযোগের সকল মাধ্যমগুলো খুলে দেয়ারও জোড় দাবি জানান তিনি।

অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুনসাদ হোসেন চৌধুরী জানান, ফেইসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি হল বিজ্ঞাপনের একটি জনপ্রিয় মাধ্যম যার মাধ্যমে বিশ্বের সকল ছোট-বড় কোম্পানী তার সম্পর্কে এবং তার পণ্য সম্পর্কে সবার কাছে তুলে ধরে যা একটি দেশের সার্বিক উন্নয়ন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ইনচার্জ শাহিনুর রহমান চৌধুরী জানান, ফেইসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ রেখে দুস্থকৃতিকারীদের গ্রেফতার করা সম্ভব নয়।সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে এতে করে আমরা দিন দিন নীচের দিকে যাচ্ছি।সরকার চাইলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পারে এতে দেশ এবং দশের উপর কোন প্রভাব পড়বে না।

ফেইসবুক বন্ধ করা অনেকটা “শাক দিয়ে মাছ ঢাকার মত” এমনটাই মন্তব্য করেন এক তরুন ফেইসবুক ব্যবহারকারী রুবেল মুন্সি।তিনি জানান, সরকার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছেন কিন্তু ৪০% ফেইসবুক ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তারা সামাজিক যোগাযোগের সবকটি মাধ্যমগুলো সচল রেখেছেন।

বন্ধ ফেইসবুকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দেয়া স্ট্যাটাস নিয়েও মন্তব্য করেন তিনি।তিনি বলেন সরকার ফেইসবুক বন্ধ করে দিয়েছে আবার সেই সরকারেই মন্ত্রী এই আইন ভঙ্গ করে ফেইসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।
যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান,যারা অন্যান্য মাধ্যম ব্যবহার করে যোগাযোগের মাধ্যমগুলো সচল রেখেছেন তারা নজরদারীতে রয়েছেন,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রুবেল মুন্সি আরও বলেন যদি ফেইসবুক সচল রাখার দায়ে কাউকে শাস্তি দেয়া হয় তাহলে সবার আগেহ সেই মন্ত্রীর শাস্তি হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব সামাজিক যোগাযোগের সকল মাধ্যম খুলে দেয়ার দাবিও জানান তিনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.