সিলেটপোস্ট রিপোর্ট :রাজধানীর তোপখানা রোডের হোটেল রয়্যাল থেকে ওমর হায়দার (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।ওসি জানান, লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বাড়ি চট্টগ্রাম। গত ২৫ নভেম্বর থেকে তিনি এবং তার স্ত্রী ওই হোটেলে ছিল। তিনি আরও বলেন, ‘এটা স্বাভাবিক মৃত্যু, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। আপাতত স্ত্রী তাসনোভা পুলিশের হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ওমর এবং তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ জন্য ওমরের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হতে পারে।
হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ৩০, ২০১৫ | ৭:৩৪ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »