সিলেটপোস্ট রিপোর্ট :পৌরসভা নির্বাচনের তফসিল পেছানো ও সংসদ সদস্যদের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া সুযোগ দিতে বিএনপি এবং আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে করা বিভিন্ন দাবির বিষয়ে আগামীকাল সিদ্ধান্তে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার ইসির সভায় এসব বিষয়ে আলোচনা হবে। ওই সভায়ই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা দাবির বিষয়ে সিদ্ধান্ত হবে। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান।এর আগে দুপুরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা নির্বাচন কমিশনে গিয়ে সিইসির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, নির্বাচন পেছাতে হলে আইন লঙ্ঘন করতে হবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছে তাতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করা না গেলে আগামী ৭ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করতে হতে পারে। তিনি বলেন, জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদ করা হয়ে থাকে। সেকারণে এ মাসে ভোটগ্রহণ করা যাচ্ছে না। তাছাড়া ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্তে যাবে কমিশন।
ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের ইঙ্গিত সিইসির পৌরসভা নির্বাচন: রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়ে সিদ্ধান্ত সোমবার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ৩০, ২০১৫ | ৭:৪০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »