সিলেটপোস্ট রিপোর্ট :বগুড়ায় বাবা-মা ছোট ভাইকে বেশি ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে ছোট ভাইকে খুন করেছে ১৩ বছর বয়সের এক বড় ভাই। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।পুলিশের হাতে গ্রেফতারের পর নিহতের বড় ভাই সোমবার ম্যাজিস্ট্রেটের নিকট ছোট ভাইকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে।জানা গেছে, গত ২৫ আগস্ট উপজেলার ফুলবাড়ী গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহাগকে হত্যার পর লাশ একটি পাটক্ষেতে ফেলে রাখা হয়। পরদিন সকালে সোহাগের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ঘটনা তদন্তের পর গতকাল রোববার নিহতের বড় ভাই সৌরভ (১৩) কে গ্রেফতার করে। এরপর জিজ্ঞাসাবাদে সে ছোট ভাইকে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দেয়। সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ১ এর বিচারক ফেরদৌস ওয়াহিদের নিকট ১৬৪ ধারায় জবানবন্দী দেয় সৌরভ।ঘাতক সৌরভ আদালতকে জানায়, ছোট ভাই সোহাগ তার চেয়ে মেধাবী ছিল। ছাত্র হিসেবে খুব ভালো ছিল। একারণে বাবা-মা সোহাগকে বেশি ভালোবাসতো। বাবা-মা’র এই অতিমাত্রার ভালোবাসা সৌরভকে কষ্ট দিতো। এজন্য সে ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন বিকেলে খেলার কথা বলে ছোট ভাই সোহাগকে ডেকে নিয়ে চরের মধ্যে যায়। সেখানে গলা টিপে সোহাগকে হত্যার পর পটল ক্ষেতে টানানো বাঁশের টুকরো তার গলায় ঢুকিয়ে দেয়। এরপর প্যান্ট খুলে মুখ ঢেকে দিয়ে পাশের একটি পাটক্ষেতের মধ্যে লাশ লুকিয়ে রাখে।