সিলেটপোস্ট রিপোর্ট :আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৫ই আগস্টের পর যুদ্ধাপরাধীদের দেশে পুর্নবাসন করেছেন জিয়াউর রহমান ও এরশাদ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির বিভাজন বাংলাদেশে ছিল না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ বিভাজনটা ইচ্ছা করেই করা হয়েছে। অনেকেই আমরা এ ফাঁদে পা দিয়েছি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আজ সমগ্র জাতির ঐক্যবদ্ধ থাকার কথা ছিল। কিন্তু সেখানে আমরা দেখছি বিভাজন।মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আপনাদের সামনে অঙ্গীকার করেছিলাম, ক্ষমতায় এলেই যুদ্ধাপরাধীদের বিচার করবো।জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর একের পর এক মামলা করা হয়েছে, সেই মামলার তদন্ত হয়েছে, বিচার হয়েছে এবং অনেকের রায়ও কার্যকর করা হয়েছে। এটা আমাদের পরম পাওনা। এতে লক্ষ মা-বোন যারা সম্ভ্রম হারিয়েছেন এবং শহীদ হয়েছে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম, সংগঠনের মহাসচিব ইসমত কাদির গামা, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (কল্যাণ) আলাউদ্দিন, মহাসচিব (অর্থ) শাহ আলম প্রমুখ।
‘৭৫ সালের আগে বাংলাদেশে কোন বিভাজন ছিল না’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২, ২০১৫ | ১২:১০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »