সিলেটপোস্ট রিপোর্ট :সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পরই ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে বাংলাদেশ সরকারের আহবানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে।
নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে গতকাল সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম।ওই চিঠি পাঠানোর একদিন পর মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে ফেসবুক কর্তৃপক্ষ রিপ্লাই দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।তারানা হালিম বলেন, ফেসবুকের এশিয়া অঞ্চলের পলিসি অ্যাডভাইজর আঁখি দাশ আমাকে ই-মেইল করেছেন।
চলতি মাসের ৬ বা ৭ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানান তারানা হালিম।‘এখন আমরা তাদের আমন্ত্রণ জানাবো,’ বলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।