সিলেটপোস্ট রিপোর্ট :হলিউডের অভিনেতা জিম ক্যারি এমন একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব যার অভিনয় দক্ষতা ও শারীরিক ঢংয়ের সমন্বয়ে সংলাপ বলার ধরনের কথা মনে করলে মানুষ আজও আপন মনে হেসে উঠে। এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল কৌতুক সিনেমায় অভিষেকের মধ্য দিয়ে। আর একজন কৌতুক অভিনেতা হিসেবে নিজের অবস্থানটি তিনি পাকা করে নেন। তবে নিজেকে কৌতুক অভিনেতার বেড়াজালে আবদ্ধ রাখতে চাননি জিম। অন্য চরিত্রে অভিনয় করেও দর্শকদের মুগ্ধ করেছেন। দৃঢ় প্রত্যয়ী চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও যে তিনি যথেষ্ট মনযোগী এর প্রমাণও মেলে তার অভিনীত ‘ইটার্নাল সানসাইন অব দ্যা স্পটলেস মাইন্ড’ সিনেমায় । বিশেষত, ‘ইটার্নাল সানসাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ সিনেমায় কেট উইন্সলেটের সঙ্গে তার কেমেস্ট্রি অনবদ্য। সেই জিম ক্যারি আবারো দৃঢ় প্রত্যয়ী চরিত্রে। সিনেমার নাম ‘ট্রু ক্রাইমস্’। এতে জিমকে দেখা যাবে এক মুখ দাড়ি-সহ, একদম অন্য রূপে। সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।