সিলেটপোস্ট রিপোর্ট :চাঁদপুর শহরের ঢালিরঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে শুভাগত সাহা চঞ্চল (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের লাশটি উদ্ধার করা হয় চঞ্চল জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের নারায়ণ সাহার ছেলে।চাঁদপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র চঞ্চল জেলা শহরের কোড়ালিয়া রোডের সাহা বাড়িতে ভাড়া থেকে লেখাপড়া করতেন।পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে কেউ চঞ্চলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাসায় ফেরেননি তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে তার লাশ ভাসতে দেখে মাঝিরা মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, পরিচিত কেউ ওই ছাত্রকে হত্যা করে নিহতের লাশ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৪, ২০১৫ | ৭:৩৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »