সিলেটপোস্ট রিপোর্ট :রানী মুখার্জি আসন্ন জানুয়ারি মাসে মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। শতভাগ নিরাপদে যেন সন্তান প্রসব করতে পারেন, সেজন্যই আগেভাগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুম্বাইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন রানী। মা হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে রানী বলেন, ‘জীবনে প্রথম মা হওয়ার সময় সব নারীরাই একটু বেশি সচেতন থাকেন। আমিও এর ব্যতিক্রম নই। কোনো রকম সমস্যা ছাড়াই আমার সন্তান পৃথিবীতে আসুকথ এমনটাই প্রত্যাশা করছি। আমার অনাগত সন্তানের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করছি।’এদিকে রানীর মা হওয়াকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠছে চোপড়া বাড়ি। তার স্বামী আদিত্য চোপড়াও এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তিনি রানীকে সর্বদা দেখভাল করছেন। যতœ-আত্তির কোনো রকম ত্রুটি রাখছেন না। দিনে দু’তিনবার হাসপাতালে ঢুঁ মারছেন। অনাগত সন্তানের জন্য তিনিও সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন।উল্লেখ্য, দিপাবলির পার্টির ধকল সহ্য না করতে পেরে ক’দিন আগেও একবার রানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রানী মুখার্জি হাসপাতালে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৪, ২০১৫ | ৭:৫০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »